স্বাধীনতা সংগ্রামের গুরুত্বপূর্ন ব্যক্তিত্ব

Show Important Question


41) নিম্নলিখিত কোন্ ব্যক্তিত্বকে ‘বাংলার মুকুটহীন রাজা’ বলা হত?
A) অশ্বিনীকুমার দত্ত
B) রাসবিহারী বসু
C) যতীন্দ্রনাথ সেনগুপ্ত
D) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

42) In which year subhas chandra bose escape to Germany ? / কত সালে সুভাষচন্দ্র বসু জার্মানিতে পলায়ন করেন?
A) 1939/ 1939
B) 1940/ 1940
C) 1941/ 1941
D) 1942/ 1942

43) নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সর্বোদয় ও ভূদান আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন ?
A) রাম মনোহর লোহিয়া
B) রাজেন্দ্র প্রসাদ
C) বিনোবা ভাবে
D) ভুলাভাই দেশাই

44) নিম্নের কে অনশনের জন্য মারা যান ?
A) যতীন দাস
B) ভগত সিং
C) সুখ দেব
D) রাজগুরু

45) নিম্নের কে লন্ডনে ব্রিটিশ আধিকারিককে হত্যা করেন ?
A) লালা হরদয়াল
B) মদন লাল ধিংড়া
C) দামোদর চাপেকর
D) কেউই নয়

46) ভারতে ব্রিটিশ শাসনকে কে ‘অ-ব্রিটিশ শাসন’ বলেছেন?
A) রমেশচন্দ্র দত্ত
B) দাদাভাই নৌরজী
C) অরবিন্দ ঘোষ
D) ভূপেন্দ্রনাথ দত্ত

47) বুড়ি বালামের তীরে ইংরেজ বাহিনীর সাথে মুখোমুখি সংগ্রামে প্রাণ দিয়েছিলেন কোন্‌ বিপ্লবী নেতা ?
A) বাদল গুপ্ত
B) মাস্টারদা সূর্য সেন
C) কানাইলাল দত্ত
D) যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়

48) কোন ব্যক্তিত্বকে ব্রিটিশরা ভারতীয় সিভিল সার্ভিস থেকে বরখাস্ত করেছিলেন ?
A) সত্যেন্দ্রনাথ ঠাকুর
B) সুরেন্দ্রনাথ ব্যানার্জী
C) আর. সি. দত্ত
D) সুভাষ ঠাকুর

49) Who among the following directed to throw bomb on Lord Hardinge? / লর্ড হার্ডিঞ্জ-এর উপর সরাসরি কে বোমা নিক্ষেপ করেছিলেন?
A) Aurobindo Ghosh/ অরবিন্দ ঘোষ
B) Bipin Bihari Pal/ বিপিন বিহারী পাল
C) Ullaskar Dutta/ উল্লাসকর দত্ত
D) Rashbehari Bose/ রাসবিহারী বসু

50) কোন জাতীয় নেতা লোকমান্য নামে বিখ্যাত ছিলেন ?
A) বাল গঙ্গাধর তিলক
B) চিত্তরঞ্জন দাস
C) বিপিন চন্দ্র পাল
D) সুরেন্দ্রনাথ ব্যানার্জি

51) বেঙ্গল কেমিক্যালস্-এর প্রতিষ্ঠাতা কে?
A) জগদীশচন্দ্র বোস
B) রবীন্দ্রনাথ ঠাকুর
C) জ্ঞানচন্দ্র ঘোষ
D) প্রফুল্লচন্দ্র রায়

52) গণপতি পুজা এবং শিবাজি উৎসবকে প্রচলন করেছিলেন?
A) বিপিনচন্দ্র পাল
B) লালা লাজপৎ রায়
C) চন্দ্রশেখর আজাদ
D) বাল গঙ্গাধর তিলক

53) কোন্ ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পালিয়ামেন্টের সদস্য মনোনীত হয়েছিলেন?
A) জে. এল. নেহরু
B) দাদাভাই নওরোজি
C) এম. কে. গান্ধী
D) উপরের কেউ নয়

54) Who of the following is known as Lokahitavadi? / ‘লোকহিতবাদী’ কার ছদ্মনাম?
A) Gopal Hari Deshmukh/ গোপালহরি দেশমুখ
B) Surendranath Banerjee/ সুরেন্দ্রনাথ ব্যানার্জী
C) Atmaram Pandurang/ আত্মরাম পান্ডুরং
D) Bal Gangadhar Tilak/ বালাগঙ্গাধর তিলক

55) কোন স্বাধীনতা সংগ্রামী 63 দিন অনশন করেছিলেন ?
A) যতীন্দ্রনাথ দাস
B) যতীন্দ্রমোহন সেনগুপ্ত
C) শচীন্দ্রনাথ সান্যাল
D) মদনলাল ধিংরা

56) ভারতের বাইরে প্রথম ভারতীয় সেনাবাহিনী গঠন করেছিলেন?
A) এম এন রায়
B) লালা হরদয়াল
C) রাসবিহারী বসু
D) সুভাষচন্দ্র বসু

57) Who accompanied Bhagat Singh to bomb at the Central Legislature in Delhi? / দিল্লির আইনসভা ভবনে বোমা নিক্ষেপের ঘটনায় ভগৎ সিং-এর সহযোগী ছিলেন
A) Rajguru/ রাজগুরু
B) Chandrasekhar Azad/ চন্দ্রশেখর আজাদ
C) Batukeswar Dutta/ বটুকেশ্বর দত্ত
D) Sukhdeb/ সুখদেব

58) Mahatma Gandhi was born in / মহাত্মা গান্ধী কোথায় জন্মগ্রহণ করেন?
A) Porbander/ পোরবন্দর
B) Ahmedabad/ আমেদাবাদ
C) Rajkot/ রাজকোট
D) Vadodora/ ভাদোদরা

59) Nightingale of india নামে কে বিখ্যাত?
A) লতা মঙ্গেশকর
B) সরোজিনী নাইডু
C) নার্গিস
D) নূরজাহান

60) বিশ্বাসঘাতক নরেন গোঁসাইকে কে হত্যা করেন?
A) উল্লাসকর দত্ত
B) ভবানী দত্ত
C) বারিণ ঘোষ
D) কানাইলাল দত্ত